জাতীয় বেতন কাঠামো নিয়ে চার ক্যাটাগরিতে মতামত নিচ্ছে সরকার

জাতীয় বেতন কাঠামোকে ‘গ্রহণযোগ্য’ করতে সরকার চারটি ক্যাটাগরিতে জনমত নিচ্ছে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি ‘কার্যকর ও ন্যায়সঙ্গত’ বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য জাতীয় বেতন কমিশন চারটি প্রশ্নমালা তৈরি করেছে।

সরকারি চাকরিজীবী, সর্বসাধারণ, সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতি—এই চার ক্যাটাগরির জন্য পৃথক প্রশ্নমালা করা হয়েছে। সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। মতামতের জন্য ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইটে উন্মুক্ত থাকবে। সব প্রশ্নমালা পাওয়া যাবে paycommission2025.gov.bd ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ অক্টোবরের মধ্যে আগ্রহী সরকারি চাকরিজীবী, ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান বা সমিতি অনলাইনে প্রশ্নমালা পূরণ করতে পারবেন। অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন।

সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে গত ২৭ জুলাই ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করা হয় এবং ছয় মাসের মধ্যে সুপারিশের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই কমিশন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে।