উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে থামানোর পর অভিষেকে দুর্দান্ত ইনিংস খেললেন রুবাইয়া হায়দার। তার অপরাজিত ফিফটিতে ভর করে ৭ উইকেটের বড় জয়ে ২০২৫ উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে শুভ সূচনা করল বাংলাদেশ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে পাকিস্তান থামে মাত্র ১২৯ রানে। জবাবে বাংলাদেশ জয় তুলে নেয় ১১৩ বল হাতে রেখে, মাত্র ৩ উইকেট হারিয়ে

বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে ৭৭ বলে অপরাজিত ৫৪ রান করেন বাঁহাতি ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা করেন ২৩ এবং সোবহানা মোস্তারি অপরাজিত ২৪ রানে দলের জয় নিশ্চিত করেন।


বোলারদের দাপট

  • প্রথম ওভারেই মারুফা আক্তারের দুর্দান্ত ডেলিভারিতে পাকিস্তান শুরুর দুই উইকেট হারায়।
  • পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ৩৮.৩ ওভারে ১২৯ রানে
  • বাংলাদেশের হয়ে ছয়জন বোলারই নেন অন্তত একটি করে উইকেট।
  • সর্বোচ্চ সফল বোলার ছিলেন স্বর্ণা আক্তার (৩.৩-৩-৫-৩)।
  • ম্যাচসেরা হয়েছেন পেসার মারুফা আক্তার (৭-০-৩১-২)।

পাকিস্তানের ইনিংস

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন রামিন শামিম (২৩)। বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থ। ইনিংসের শুরুতেই দুই ওপেনার ওমাইমা (০) এবং সিদরা আমিন (০) ফিরলে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।


বাংলাদেশের জয়ের ইতিহাস

২০২২ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষেই বাংলাদেশের একমাত্র জয় এসেছিল। এবারও সেই পাকিস্তানকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ অভিযান শুরু করল নিগার সুলতানার দল।

রুবাইয়া হায়দার বাংলাদেশের তৃতীয় নারী ক্রিকেটার, যিনি ওয়ানডে অভিষেকে ফিফটি করেছেন। তার আগে আয়েশা রহমান ও শারমিন আক্তার এই কীর্তি গড়েছিলেন।


সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১২৯/১০ (৩৮.৩ ওভারে)
বাংলাদেশ: ১৩১/৩ (৩১.১ ওভারে)

ফলাফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: মারুফা আক্তার