ধর্ম অবমাননার অভিযোগে কবি ও সংস্কৃতিকর্মী শামীম আশরাফ আটক

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের কবি ও সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর আমলাপাড়া এলাকার নিজ বাসা থেকে ৩৬ বছর বয়সী এই সংস্কৃতিকর্মীকে আটক করা হয়। তিনি ময়মনসিংহ সাহিত্য সংসদের সঙ্গে যুক্ত।

পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে ‘শামীম আশরাফ’ নামের একটি ফেসবুক পেইজ থেকে লেখা হয়, “আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।”

এর প্রায় দুই ঘণ্টা পর একই পেইজ থেকে আরেকটি পোস্ট আসে। সেই পোস্টে একজনের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি ধর্ম অবমাননা করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকলে শামীম আশরাফকে আটক করে পুলিশ। আটক হওয়ার আগে তার ফেসবুক পেইজ থেকে আরও একটি পোস্টে লেখা হয়, “আমার যে কমেন্টটি মানুষকে ব্যথা দিয়েছে, সেজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

জেলা গোয়েন্দা পুলিশের ওসি (দক্ষিণ) মুহিদুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগ ওঠার পর শামীম আশরাফকে আটক করা হয়। আটক করার পর নগরীর ছোটবাজার এলাকায় তার ছাপাখানা ‘গ্রাফিটিতে’ অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি।