কর-জিডিপি অনুপাত বাড়াতে জাতীয় টাস্কফোর্স গঠন

দেশের কর-জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে কাঠামোগত পরিবর্তনের সুপারিশমালা তৈরির জন্য নয় সদস্যের ‘জাতীয় টাস্কফোর্স’ গঠন করেছে সরকার। সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

নতুন টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান জায়েদী সাত্তারকে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান বা সাবেক কোনো কর্মকর্তাকে এতে রাখা হয়নি। টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে রয়েছেন আইআরডির যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান পাটওয়ারী

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে অর্থ উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার মাধ্যমে টাস্কফোর্সের কার্যক্রম শেষ হবে।

এর আগে গত সপ্তাহে এনবিআর বিলুপ্ত করে দুই ভাগে ভাগ করার প্রস্তাব নিয়ে বিতর্কের পর আইআরডি সংস্কার পরামর্শক কমিটি বিলুপ্ত করে। ওই কমিটির এক সদস্য ফরিদ উদ্দিন সতর্ক করেছিলেন, ‘বিদ্বেষ’ থেকে এনবিআর ভাগ করা হলে তা জাতির জন্য ‘ভয়ংকর’ পরিস্থিতি তৈরি করবে।

পরামর্শক কমিটি বিলুপ্তির পর এবার সরকার নতুন করে কর কাঠামো পুনর্বিন্যাসে টাস্কফোর্স গঠন করেছে। সরকারের ব্যাখ্যায় বলা হয়েছে, কর ব্যবস্থার কাঠামোগত সমন্বয় ও উন্নয়নের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় এবং কর-জিডিপি অনুপাত ‘গ্রহণযোগ্য মাত্রায়’ আনাই এ টাস্কফোর্সের মূল লক্ষ্য।

টাস্কফোর্সের আরেকটি দায়িত্ব হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও বহিঃবাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদে করণীয় নির্ধারণ করা।

কমিটিতে সভাপতি ও সদস্য সচিব ছাড়াও সাতজন সদস্য রয়েছেন—
বিআইজিডির প্রফেসরিয়াল ফেলো সুলতান হাফিজ রহমান,
কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক সৈয়দ মইনুল আহসান,
বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন,
ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক সজ্জাদ জহির,
এফবিসিসিআইয়ের একজন প্রতিনিধি,
এবং আইসিএবি ও আইসিএমএবির একজন করে প্রতিনিধি।

জায়েদী সাত্তার দীর্ঘদিন ধরে ট্যারিফ রেশনালাইজেশন বিষয়ে কাজ করছেন। এর আগে এনবিআরের উদ্যোগে এ বিষয়ে গবেষণায়ও যুক্ত ছিলেন তিনি।

গত বছর গঠিত পাঁচ সদস্যের পরামর্শক কমিটিকে বলা হয়েছিল, তারা এনবিআরের সংস্কার প্রস্তাবসহ রাজস্ব নীতি সংস্কার, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, শুদ্ধাচার ও সুশাসনের কাঠামো প্রণয়ন এবং অংশীজন সম্পৃক্ততার বিষয়ে পরামর্শ দেবে। সেই কমিটি বিলুপ্ত করে এবার টাস্কফোর্সের মাধ্যমে নতুনভাবে কর কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।