খুলনায় যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা

খুলনায় এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের নাম ইমরান মুন্সী (৩২)। তিনি মাদারীপুরের মুন্সীবাড়ির বাবুল মুন্সীর ছেলে এবং খুলনা নগরীর মুন্সীপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া থাকতেন।

পুলিশের দাবি, ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র তৈরি সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য ছিলেন। তবে স্থানীয়রা জানিয়েছেন, ইমরান ইট-বালুর ব্যবসা করতেন।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, “রাত পৌনে ৮টার দিকে ইমরান হেঁটে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক তার পথ আটকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপর তারা দ্রুত মোটরসাইকেলে করে পুলিশ লাইন্সের দিকে পালিয়ে যায়।”

ওসি জানান, স্থানীয়রা গুলিবিদ্ধ ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইমরানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম। তবে কী কারণে ইমরানকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।