পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রি ভারতেরই লাভ: রুশের মত

রাশিয়ার প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও সরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘প্রিমাকভ ইনস্টিটিউট’-এর প্রধান পিয়েত্র টপিচকানভ বলেছেন, পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রি হলে উপকৃত হবে ভারত।
চীনের তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান এবং সেই বিমানগুলোর জন্য পাকিস্তান রাশিয়ার কাছ থেকেই ইঞ্জিন কেনার পথে রয়েছে—এই খবরকে ঘিরে ভারতে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধের পর্যায়ে ভারত-রাশিয়া সম্পর্ক আরও ঘনিষ্ট হওয়ায় প্রশ্ন উঠেছিল: ভারতের শত্রু দেশ পাকিস্তানকে কীভাবে সামরিক সহযোগিতায় এগিয়ে আসতে পারে রাশিয়া? এমন সন্দেহ ও বিতর্কের মধ্যে রাশিয়া প্রথমে জানিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে এমন কোনো নিশ্চিত চুক্তি হয়নি।

তবে টপিচকানভ এখন দাবি করছেন—যদি পাকিস্তানকে রুশ যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রি করার খবর সত্যও হয়, তাহলে ভারতেরই দু’টি লাভ রয়েছে। তিনি এক সাক্ষাৎকারে তার যুক্তি তুলে ধরে বলেন, প্রথমত—এতে প্রমাণিত হবে যে চীন ও পাকিস্তান উভয়ই রাশিয়ার ওপর নির্ভরশীল। যুদ্ধবিমানের ইঞ্জিন কেনার প্রয়োজন হলে তাদের রাশিয়ার শরণাপন্ন হতে হবে, কারণ আরডি-৯৩-এর পর্যাপ্ত বিকল্প তারা এখনও তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ত—রাশিয়া যদি পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রি করে, তবে সেটি ভারতের কাছে পরিচিত ও অনুমানযোগ্য হবে। কারণ, দীর্ঘদিন ধরে রাশিয়া ও ভারত যৌথভাবে বিমান নির্মাণে কাজ করছে। রুশ সহযোগিতায় ভারতীয় বিমানবাহিনীর জন্য নির্মিত মিগ-২৯ যুদ্ধবিমানও একই ধরনের ইঞ্জিন ব্যবহার করে।

আসন্ন ডিসেম্বরে ভারত ও রাশিয়ার বার্ষিক সম্মেলন হবে; সেখানে যোগ দিতে পারেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। ওই সম্মেলনে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাশিয়ার কাছ থেকেই ভারত প্রচুর অস্ত্রশস্ত্র কেনে। গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারত পাকিস্তানের বিরুদ্ধে রুশ নির্মিত এস-৪০০ ব্যবহারের কথা বলা হয়েছিল। এছাড়া ভারত রুশ খনিজ তেলও কিনে থাকে।