হাটহাজারীতে ব্যবসায়ী আবদুল হাকিম হত্যার ঘটনায় তিন দিন পর মামলা

চট্টগ্রামের মদুনাঘাট ব্রিজের কাছে গুলি করে ব্যবসায়ী আবদুল হাকিমকে হত্যা করার ঘটনায় তিন দিন পর মামলা দায়ের করা হয়েছে। হাকিমের স্ত্রী তাসফিয়া আলম তানজু শুক্রবার হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ জানান, মামলাটি অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাউজান থেকে শহরে ফেরার সময় আবদুল হাকিমের প্রাইভেট কার আটকে তাকে গুলি করে হত্যা করা হয়। হামলায় হাকিমের গাড়ি চালক ইসমাইলও আহত হন।

হাকিম অ্যাগ্রো নামে একটি কোম্পানির মালিক আবদুল হাকিম (৪৬) রাউজান উপজেলার পাঁচখাইন এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয়ভাবে বিএনপির সমর্থক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে হাকিমকে চিহ্নিত করা হয়েছিল।

হত্যাকাণ্ডের পরদিন পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয় এবং কারাগারে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, ওই চারজনের মধ্যে তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।