বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে আগামী ১৬ নভেম্বর। আবেদন করার সুযোগ থাকবে ২ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের সোমবার প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।
আগামী ১০ জানুয়ারি ২০২৬ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষাটি দুটি মডিউলে নেওয়া হবে— ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরি, যথাক্রমে সকাল ও বিকালের শিফটে।
এই শিক্ষাবর্ষে প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই ভর্তিযোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে, তবে আগের নিয়ম অনুযায়ী মৌখিক পরীক্ষা দিতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুই ভাগে—
- প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে আবেদন ফি ১,৩০০ টাকা,
- কৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা ও স্থাপত্য বিভাগে ফি ১,৫০০ টাকা।
ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রমের (সম্ভাব্য) তালিকা ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
BUET-ADMISSION-281025-01