বিজেপি সাংসদ রবি কিষাণ নির্বাচনী প্রচারণায় প্রাণনাশের হুমকির শিকার

বিহারে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন বিজেপি সাংসদ ও অভিনেতা রবি কিষাণ। বিষয়টি তিনি নিজেই তার এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

নিজের পোস্টে রবি কিষাণ উল্লেখ করেছেন, সম্প্রতি তাকে ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। তিনি জানিয়েছেন, এই ফোনকলের মাধ্যমে তার মা, পরিবার, এমনকি শ্রীরাম সম্পর্কেও অশালীন মন্তব্য করা হয়েছে। এছাড়া তাকে স্পষ্টভাবে মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, “এটি শুধু আমার ব্যক্তিগত মর্যাদার উপর আক্রমণ নয়, বরং আমাদের বিশ্বাস ও ভারতীয় সংস্কৃতির মূলেও আঘাত।”

রবি কিষাণ আরও মন্তব্য করেছেন, এ ধরনের হুমকি ও কুরুচিকর মন্তব্য সমাজে ঘৃণা এবং অরাজকতা ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

এই ঘটনার পর তিনি গোরক্ষপুরের রামগড় তাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোরক্ষপুরের পুলিশ সুপার (এসপি) অভিনব ত্যাগী সংবাদমাধ্যমকে জানান, রবি কিষাণ লিখিতভাবে অভিযোগ করেছেন যে নির্বাচনী প্রচারণার সময় তার জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।