আবার ঢাকার মঞ্চে পাকিস্তানের ‘জাল’, সঙ্গে ওয়ারফেইজ ও লেভেল ফাইভ

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ আবারও আসছে ঢাকায় মঞ্চ মাতাতে। ‘সাউন্ড অব সোল’ শীর্ষক এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর, ঢাকার ৩০০ ফিট সংলগ্ন স্বদেশ এরিনা প্রাঙ্গণে

এই কনসার্টে জালের সঙ্গে মঞ্চে থাকবে বাংলাদেশের রক সংগীতের অগ্রপথিক ব্যান্ড ‘ওয়ারফেইজ’ এবং বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘লেভেল ফাইভ’। আয়োজকরা জানাচ্ছেন, এটি হবে মৌসুমের সবচেয়ে বড় ও সংগীতের দিক থেকে সমৃদ্ধ ওপেন-এয়ার কনসার্ট

শ্রোতারা এখানে জালের আবেগঘন সুর ও লাইভ পারফরম্যান্সের পাশাপাশি ওয়ারফেইজ ও লেভেল ফাইভ-এর উদ্দাম রক পরিবেশনার স্বাদ পাবেন—এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে এই কনসার্টের মূল আয়োজক প্রতিষ্ঠান স্টেজ কো

আগ্রহী দর্শকরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন এই লিঙ্কে গিয়ে: getsetrock.com/buy-ticket/sound-of-soul-2km

উল্লেখ্য, এর আগে একাধিকবার ঢাকার মঞ্চে পারফর্ম করেছে পাকিস্তানের এই ব্যান্ড ‘জাল’