ছোট পর্দার নায়িকা তানিয়া বৃষ্টি ফিরলেন বড় পর্দায় ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এক দশক আগে সিনেমার নায়িকা হিসেবে অভিষেক করেছিলেন। কিন্তু বড় পর্দায় স্থায়ী হতে পারেননি, এবং তারপর মন বসান ছোট পর্দার কাজেই। ছোট পর্দায় নিজেকে বড় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করার পর, এবার তিনি টানা ছয় বছরের বিরতির পর ফের বড় পর্দায় ফিরেছেন।

তানিয়ার নতুন সিনেমার নাম ‘ট্রাইব্যুনাল’। রায়হান খান পরিচালিত এই সিনেমা মূলত একটি কোর্টরুম ড্রামা, যা ক্রাইম থ্রিলারের রূপেও চিহ্নিত করা যায়। সিনেমার গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলে।

তানিয়া বৃষ্টি বলেন, ‘‘ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে সেই অপেক্ষা শেষ হলো।’’

শুটিং চলতি এই সিনেমায় তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।

তানিয়ার সিনেমার অভিষেক হয়েছিল আকরাম খানের ‘ঘাসফুল’-এ। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। এরপরে ২০১৯ সালে নাসিম শাহনিক পরিচালিত তার দ্বিতীয় সিনেমা ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পায়, যা একরকম ব্যর্থতার পরিচয় দেয়।