চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১১টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি একটি সিএনজি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ব্রিজের ওপর দিয়ে যানবাহনগুলো পার হচ্ছিল। ঠিক সেই সময় হর্ণ বা কোনো হুঁশিয়ারি ছাড়াই দ্রুতগতির ট্রেনটি ব্রিজে উঠে পড়ে। তাতে সিএনজিটি ছিটকে পড়ে এবং মোটরসাইকেল ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। নিহতদের সবাই চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিএনজিতে থাকা এক যাত্রী বলেন, “আমরা ব্রিজ পার হচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কোনো হর্ণ না দিয়েই ট্রেন এসে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটা ঘটে যায়।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কালুরঘাট সেতুতে ট্রেন চলাচলের সময় যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর কোনো সিগন্যাল বা গেটিং ব্যবস্থা নেই। এতে করে সবসময়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে।
দুর্ঘটনার পর ট্রেন চালক ঘটনাস্থল ত্যাগ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ঘটনার তদন্ত এবং সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন ও রেল কর্তৃপক্ষের প্রতি।