তজুমদ্দিনে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল নেতা আজীবনের জন্য বহিষ্কার

ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে স্বামীকে আটকে গৃহবধূকে ‘দলবেঁধে ধর্ষণের’ ঘটনায় শ্রমিক দল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, “সংগঠনের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।”

সোমবার উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। সেই মামলার আসামি ফরিদ উদ্দিন।

ওই দম্পতি সাংবাদিকদের বলেন, শনিবার রাতে দ্বিতীয় স্ত্রীর ডাকে তার বাসায় যান স্বামী। সেখানে গেলে কয়েকজন তাকে আটকে রেখে টাকার দাবিতে রাতভর নির্যাতন চালান। তার প্রথম স্ত্রীকে টাকা নিয়ে স্বামীকে ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয়।

রোববার সকালে প্রথম স্ত্রী ঘটনাস্থলে গেলে চার লাখ টাকা দাবি করা হয়। সেটি দিতে অসম্মতি জানালে ওই ব্যক্তিকে পাইপ ও রড দিয়ে বেদম মারধর করা হয়। একপর্যায়ে দুপুরের দিকে তাকে বাড়ি থেকে সরিয়ে তার প্রথম স্ত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণ’ করা হয়। এরপর সেই ব্যক্তি ও তার প্রথম স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।

তজুমদ্দিন উপজেলা শ্রমিকদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন ‘ধর্ষণ’ করেন বলে অভিযোগ দম্পতির।