চট্টগ্রামের পটিয়া থানার ওসির অপসারণের দাবিতে নগরীর জাকির হোসেন সড়কে সড়ক অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
বুধবার বিকেল ৪টার দিকে তারা চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন।
এর আগে বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা একই স্থানে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং পটিয়া থানার ওসির অপসারণের দাবিতে স্লোগান দেন।
এ সময় তারা ডিআইজিকে কার্যালয় থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলার আহ্বান জানান।
নিজেকে এনসিপির মহানগর সংগঠক দাবি করে এরফানুল হক বলেন, “আমরা কথা বলতে এসেছি। আমাদের সঙ্গে ডিআইজি কথা বলেননি।”
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, “আমরা তাদের ডিআইজির কার্যালয়ে প্রবেশ করতে বলেছি। কিন্তু তারা সেখানে না গিয়ে ডিআইজিকে নিচে আসার আহ্বান জানান। এরপর তারা সড়কে অবস্থান নেন।”
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
পরে তারা থানায় গিয়ে ওই নেতাকে গ্রেপ্তার দেখানোর দাবি জানান।
এ সময় তারা থানা চত্বরে ওই নেতাকে মারধরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এর প্রতিবাদে আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে থানার ঘেরাওয়ের ঘোষণা দেন।
বুধবার সকালে তারা পটিয়া থানা ঘেরাও করেন এবং এরপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস এলাকায় সড়ক অবরোধ করেন।