লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে আনা ‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ শাস্তি হিসেবে গুরুদণ্ড দেওয়া হয়েছে।
তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। এ ঘটনায় অসদাচরণের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।
ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে প্রথমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং পরে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছিল।