ডেঙ্গুতে টানা তিন দিনের মৃত্যু, এ বছর প্রাণ গেল ৪৫ জনের

বাংলাদেশে ডেঙ্গুতে টানা তিন দিন মৃত্যুর ঘটনা ঘটছে। গত একদিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মারা গেছেন আরও একজন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।

গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৮ জন। নতুন রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৪৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি বরিশাল বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আগের দুদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন বরিশাল বিভাগে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৪৫ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৩২ জন, খুলনায় ১৪ জন, রাজশাহীতে ২৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩২৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫১ জন এবং ঢাকার বাইরে ৯৭৮ জন ভর্তি আছেন।

২০২৪ সালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৫৭৫ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যায় এটি তৃতীয় সর্বোচ্চ আর মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জন মারা যান।

২০২২ সালে সারা দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।