যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাটকীয়ভাবে সম্পর্ক ছিন্ন করার কয়েক সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।
মার্কিন এই বিলিয়নিয়ার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জানিয়েছেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি দল প্রতিষ্ঠা করেছেন, যা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দুই-দলীয় ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে।
তবে দলটি যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়ায় ইলন মাস্ক নিজে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না। দলটির নেতৃত্বে কে থাকবেন, সে বিষয়েও তিনি কিছু বলেননি।
ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের সময় মাস্ক প্রথম এই দল গঠনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি ট্রাম্প প্রশাসন ছাড়েন এবং সাবেক মিত্রের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান।
এই বিতর্কের মধ্যে মাস্ক এক্স-এ একটি জরিপ চালান, যেখানে তিনি ব্যবহারকারীদের জিজ্ঞাসা করেন—যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল থাকা উচিত কি না।
উত্তরসূত্রে ট্রাম্প হুমকি দেন, মাস্কের কোম্পানিগুলোর জন্য দেওয়া সরকারি ভর্তুকি খতিয়ে দেখা হবে এবং তার অন্যান্য ব্যবসার দিকেও ইঙ্গিত করেন। মাস্কের মালিকানাধীন স্পেস-এক্স যুক্তরাষ্ট্র সরকারের জন্য রকেট উৎক্ষেপণ করে এবং স্টারলিংক স্যাটেলাইট সেবা সরবরাহ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিরক্ষা বাহিনীকে।