কর্ণফুলী ইপিজেডের ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসের আট ইউনিট

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি ফোম কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকাল ৩টার দিকে জান্ট এক্সসোসরিজ নামের ওই কারখানায় আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, কর্ণফুলী ইপিজেড, ইপিজেড, বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পুরোপুরি নেভানোর কাজ চলছে।

ইপিজেড থানার ওসি জামির হোসেন জিয়া বলেন, “ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। আগুন বাইরে থেকে দেখা না গেলেও ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছিল।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, আগুন লাগার সময় কারখানায় প্রায় ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। তারা সবাই নিরাপদে বের হয়ে এসেছেন।”