ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সহায়তা দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল। বৃহস্পতিবার সকালে তারা হাসপাতালে গিয়ে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসক জানান, “ভারতীয় চিকিৎসক দল এসে আমাদের সঙ্গে দগ্ধদের বিষয়ে বিভিন্ন আলোচনা করেছেন। এ সময় ভার্চুয়ালি চীনের চিকিৎসকদের সঙ্গেও কথা হয়েছে।”
প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “আমাদের সারাদিনের কার্যক্রম রাত ৮টার সংবাদ সম্মেলনে জানানো হবে। এখন কিছু বিচ্ছিন্নভাবে বলতে চাচ্ছি না।”
ভারতের রাম মনোহর লোহিয়া ও সাফদারজং হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত দলটি বুধবার রাতে ঢাকায় আসে। এর আগে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দগ্ধদের সহায়তা দিতে প্রয়োজনীয় সরঞ্জামসহ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল দ্রুত বাংলাদেশে পাঠানো হচ্ছে। তারা রোগীদের মূল্যায়ন করে প্রয়োজনে ভারতে চিকিৎসার পরামর্শ দেবে।
এদিকে, চীনা দূতাবাস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ সদস্যের একটি চীনা চিকিৎসক ও নার্স দল ঢাকায় পৌঁছাবে। বার্ন ইনস্টিটিউটে গিয়ে তারা প্রাথমিক সহায়তা ও মূল্যায়ন করবেন।
সোমবার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।