কাকরাইলে জাপা–গণ অধিকার পরিষদের সংঘর্ষে কয়েকজন আহত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় জাপার কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মিছিল নিয়ে এসে গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা জাপার ওপর হামলা করেছেন বলে অভিযোগ করেছে জাপা। অপরদিকে গণ অধিকার পরিষদের দাবি, তাঁদের মিছিল যাওয়ার সময় জাপার নেতা–কর্মীরাই ইটপাটকেল নিক্ষেপ করেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাপার কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাপার কার্যালয় থেকে নেতা–কর্মীরা বেরিয়ে আসেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। প্রায় আধঘণ্টা এ পরিস্থিতি চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।

রমনা থানার পুলিশ জানিয়েছে, সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হয়।