ডিআরইউ থেকে জাসদ নেতা আব্দুল্লাহিল কাইয়ুমসহ ১৬ জন গ্রেপ্তারে নিন্দা জাসদের

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা অনুষ্ঠান থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুমসহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়েছে দলটি।

শুক্রবার এক বিবৃতিতে জাসদ অভিযোগ করেছে, প্রকাশ্য সভা থেকে তাদের গ্রেপ্তার করে সন্ত্রাস দমন আইনে ‘মিথ্যা মামলায়’ জড়ানো হয়েছে। এরপর আদালতে তুলে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘মঞ্চ ৭১’ এর প্রকাশ্য অনুষ্ঠানে ‘মবের হামলার মাধ্যমে’ মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের মারধর এবং পরে গ্রেপ্তার করে ‘মিথ্যা মামলায়’ জড়ানো গণতন্ত্র ও আইনের শাসনের অন্তরায়।

বিবৃতিতে আরও বলা হয়, বাকস্বাধীনতা ও সভা-সমিতি করার মৌলিক অধিকার পরিপন্থি এ ধরনের ‘মবসন্ত্রাস’ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নাজুক অবস্থায় ফেলছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জাসদ।