নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান সালাহউদ্দিনের

গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ-আলোচনা করছি, কিন্তু নির্বাচন নিয়ে যেন দুই-একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, তখন এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই।”

জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করে তিনি বলেন, “কোনো কোনো রাজনৈতিক দল বলছে, এই রোডম্যাপের মধ্য দিয়ে নাকি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে অথবা নির্বাচন ভণ্ডুল করার একটা পাঁয়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? গত এক বছর আমরা আলোচনা ও দর কষাকষি করে ঐক্যবদ্ধভাবে এখানে পৌঁছেছি। আজকে যখন রোডম্যাপ ঘোষণা হয়েছে, তখন সেটাকে স্বাগত না জানিয়ে সন্দেহ সৃষ্টি করা ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “যদি কোনো সংশয় থাকে, আলাপ-আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে সুগম করতে হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে।”

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বাংলা একাডেমিতে ‘মায়ের ডাক’-এর উদ্যোগে এ আলোচনা সভা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, “যদি জনগণ আমাদের ম্যান্ডেট দেয়, ইনশাল্লাহ গুম প্রতিরোধ এবং গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নসহ সবকিছু করা হবে। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি, যেখানে কোনোদিন গুমের শিকার হয়ে কাউকে রাস্তায় দাঁড়াতে হবে না।”

সভায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন, জাতিসংঘের আবাসিক অফিসের মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, এবি পার্টির নাসরিন সুলতানা মিলি, বিএনপির মাহাদী আমিন, গবেষক মাহমুদ রাকিবসহ গুম হওয়া ব্যক্তিদের পরিবার।