নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিভিন্ন জেলায় জাতীয় পার্টির অফিসে হামলা

  • ঠাকুরগাঁও-টাঙ্গাইল-রাজশাহীসহ বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ ও রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাজশাহীতে কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয়ের সামনে ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটার শিকার হন বলে দাবি করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। এতে গুরুতর আহত অবস্থায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ঘটনার প্রতিবাদে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায় দলটির নেতাকর্মী ও শিক্ষার্থীরা। শনিবারও বিভিন্ন জেলায় বিক্ষোভ অব্যাহত থাকে।


ঠাকুরগাঁও

শনিবার দুপুর ১টার দিকে হরিপুর উপজেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও বাইরে অগ্নিসংযোগ করা হয়। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাসান আলী জানান, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে ৪০-৫০টি চেয়ার, দুটি টেবিল, চারটি ফ্যান, দুটি আলমিরা ভাঙচুর করে এবং আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়।


জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।


এ বিষয়ে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন বলেন, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গেলে ক্ষুব্ধ কর্মীরা ভাঙচুর চালায়।


হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


টাঙ্গাইল

শনিবার সকাল ১১টার দিকে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল জেলা জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নেতাকর্মীরা কার্যালয়ের সাইনবোর্ড, চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করে। এরপর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেন তারা।


দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত অবরোধ চলে। জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সুজন মাহমুদ বলেন, ভিপি নুরের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এই আন্দোলন। তিনি দোষীদের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জাতীয় পার্টির টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পুলিশের সামনেই কার্যালয়ে হামলা হয়েছে। থানায় অভিযোগ করার ভরসাও পাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।
সদর থানার ওসি তানভীর হাসান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ময়মনসিংহ

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জাতীয় পার্টির অফিসের সামনে গেলে ভাঙচুর হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, বিক্ষোভ শেষে সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।


রাজশাহী

শুক্রবার রাত ১২টার দিকে নগরীর গণপাড়া মোড়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শেষে কয়েকজন কর্মী কার্যালয়ে হামলা চালায়।
এ সময় দরজা ও আসবাবপত্র ভাঙচুরের পর বাইরে এনে সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়।