চলতি বছরের ৭ জুন ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিলো সিনেমা ‘নীল চক্র’ । এতে মন্দিরা চক্রবর্ত্তী অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। সিনেমাটিতে তার অভিনয় ছিল পরিণত ও দুর্দান্ত, যা দর্শকদের মন জয় করেছে। ইতিমধ্যে এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনটি সংগঠন থেকে পরপর তিনবার পুরস্কৃত হয়েছেন তিনি।
আজ মন্দিরার জন্মদিন। বিশেষ কোনো আয়োজন না থাকলেও তিনি জানান, বাবা-মা ও পরিবারের অন্যান্যদের সঙ্গেই দিনটি উদযাপন করবেন।
মন্দিরা চক্রবর্ত্তী বলেন, ‘এবারের জন্মদিনে কোনো বিশেষ পরিকল্পনা নেই, তবে পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তে দিনটি উদযাপন করবো। ‘নীল চক্র’ মুক্তির পর থেকে দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, যা আমাকে আরো অনুপ্রাণিত করেছে।’