নেত্রকোণায় বিরোধের ঘটনায় দুইজন নিহত, একজন গুরুতর আহত

নেত্রকোণা সদরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার গভীর রাতে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে সদরের জামাটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, নিহতদের মধ্যে একজন সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।