ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১২৭

বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে আরও ৪৪৫ জন ডেঙ্গু রোগী। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৯৪৬ জনে।

মৃত ব্যক্তিদের মধ্যে এক জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুজনেই নারী; একজনের বয়স ৩৫ বছর এবং অন্যজনের বয়স ৫৫ বছর।

তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে—৪১ জন। এছাড়া অগাস্টে মারা গেছেন ৩৯ জন, জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন এবং মে মাসে তিন জন। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম তিন দিনে প্রাণ হারিয়েছেন পাঁচ জন রোগী।

রোগী ভর্তির ক্ষেত্রেও জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যা দেখা গেছে। ওই মাসে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। জানুয়ারিতে ভর্তি হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত ভর্তি হয়েছেন ১৪৭০ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৪৬ জন। এছাড়া ঢাকা বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয় জন এবং বরিশাল বিভাগে ৭৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন আছেন ১৫৮৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫১৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ শুরু হয়। এর মধ্যে ২০২৩ সালে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সবচেয়ে বেশি ১৭০৫ জন রোগীর মৃত্যু হয়েছিল।