সৈয়দ মনজুরুল ইসলাম আবারও লাইফ সাপোর্টে নেওয়া হলো

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন এমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে শুক্রবার সকালে আবারও ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে।

প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, “সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার গুরুতর অবনতির কারণে তাকে সকালে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। স্যারের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করছেন।”

পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের হাসপাতালে ভিড় না করার এবং প্রার্থনা ও মঙ্গল কামনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সৈয়দ মনজুরুল ইসলাম গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রোববার সন্ধ্যায় তার অবস্থার সংকটাপন্নতার কারণে তাকে প্রথমবার ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমির পরিচালক কবি সরকার আমিন জানিয়েছিলেন, “মনজুর স্যার এখন ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন।”

হাসপাতালে ভর্তির পর থেকে তার চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তিনি বলেন, “স্যারের অবস্থা এখন একটু ক্রিটিক্যাল, ফলে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। অন্য হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন নেই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রাতেই তার হার্টে দুইটি রিং পরানো হয়।