শাহবাগে তিনজনের মরদেহ উদ্ধার, একজন শনাক্ত

ঢাকার শাহবাগ থানা এলাকা থেকে পুলিশ বৃহস্পতিবার রাতে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানান, মৃতদের মধ্যে একজনের নাম আশরাফ মণ্ডল। আনুমানিক ৪০ বছর বয়সি আশরাফের বাড়ি বগুড়ার দুপচাচিঁয়ায়। অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি।

ওসি খালিদ মনসুর বলেন, “ধারণা করা হচ্ছে তারা তিনজনই ভবঘুরে ধরনের। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে রাত সাড়ে ৯টার দিকে একজন নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স ৫৫ বছর।

এরপর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আশরাফ মণ্ডলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ তার আঙ্গুলের ছাপ থেকে পরিচয় নিশ্চিত করেছে।

সবশেষ রাত পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সি আরও একজন পুরুষকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি খালিদ জানান, “যার পরিচয় শনাক্ত করা গেছে, তার এলাকায় সংবাদ পাঠানো হয়েছে। বাকি দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি। যদি পরিবারের কেউ এসে পরিচয় নিশ্চিত করেন, তাহলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় না মিললে ময়নাতদন্তের পর লাশ দাফনের ব্যবস্থা করা হবে।”