বিটিভির ‘ব্যান্ড উৎসব ২০২৫’: ১০ ব্যান্ডের ১০ নতুন মৌলিক গান

দেশে ব্যান্ড সংগীতের নতুন গান প্রকাশের প্রবণতা কমে যাওয়া এবং প্রতিষ্ঠিত ব্যান্ডগুলোর নতুন গান বিরল হয়ে ওঠার প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগে দেশের প্রথম সারির ১০টি ব্যান্ডকে নিয়ে নির্মিত হয়েছে ১০টি নতুন মৌলিক গান। ‘ব্যান্ড উৎসব ২০২৫’ শিরোনামের বিশেষ এই অনুষ্ঠান মঙ্গলবার ও বুধবার রাত ১০টায় বিটিভিতে প্রচারিত হবে।

অংশগ্রহণকারী ব্যান্ডগুলোর মধ্যে প্রথম দিনে (মঙ্গলবার) ছিল নির্ঝর, দলছুট, তরুণ, রেনেসাঁ ও শিরোনামহীন। দ্বিতীয় দিনে (বুধবার) থাকবে সোলস, ফিডব্যাক, পার্থিব, পেন্টাগন ও নোভা।

তিন মাস আগে এই পরিকল্পনার শুরু হয়। পরে বিটিভির পক্ষ থেকে বিষয়টি সুরকার ফোয়াদ নাসের বাবুকে জানানো হলে তিনি ও গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী একাধিক বৈঠক করেন। ব্যান্ডগুলোর সময়সূচী মিলিয়ে গান তৈরি ও রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করা হয়। অনেকে দেশে, অনেকে দেশের বাইরে থাকা সত্ত্বেও কাজ শেষ করে এ মাসের শুরুতে বিটিভির স্টুডিওতে দৃশ্যধারণ করা হয়।

গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘একসময় অডিও কোম্পানিগুলো নিয়মিত নতুন গান করত। ব্যান্ডের গানও হতো। এখন আর সেটি দেখা যায় না। এমন সময়ে বিটিভির এই উদ্যোগ নিঃসন্দেহে দারুণ খবর। এতে প্রতিষ্ঠিত ব্যান্ড যেমন নতুন গান পেল, তেমনি নতুন ব্যান্ডও অনুপ্রাণিত হবে।’

সুরকার ফোয়াদ নাসের বাবু বলেন, ‘এত কম সময়ে এতগুলো ব্যান্ডের জন্য নতুন সুর করা চ্যালেঞ্জিং ছিল। কেমন হয়েছে, তা শ্রোতারাই বলবেন। তবে প্রতিটি ব্যান্ড যে আন্তরিকতা নিয়ে কাজ করেছে, তাতে আমরা সত্যিই উৎসাহ পেয়েছি।’

সোলসের দলনেতা ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘যখন জানলাম, জঙ্গী ভাইয়ের লেখা আর বাবু ভাইয়ের সুরে গান করতে হবে, তখন না করার প্রশ্নই ওঠেনি। সোলসের আজকের জায়গায় দাঁড়ানোর পেছনে বিটিভির বড় ভূমিকা আছে। এমন উদ্যোগ চলতে থাকুক।’

বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক নুরুল আজম বলেন, ‘বিটিভিকে একঘেয়ে ভাবনা থেকে বের করে আনতেই এ উদ্যোগ। বিশেষ করে তরুণদের কথা ভেবেই ব্যান্ড সংগীতের এই আয়োজন।’

‘ব্যান্ড উৎসব ২০২৫’ অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন আহমেদ তেপান্তর এবং প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। সঞ্চালনায় রয়েছেন ফেরদৌস বাপ্পী।