রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী কাব্য জানায়, আজ সোমবার বেলা একটার দিকে তার ক্লাস শেষ হয়। বের হওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
কাব্যের ভাষ্য, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। যে ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়, সেটি ছিল দোতলা। ক্যানটিনের পাশেই ভবনটি অবস্থিত। সেখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস হতো। বেলা একটার দিকে তাদের ছুটি হয়ে গেলেও তখনও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল।
কাব্য আরও জানায়, আহত অনেককে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। রক্ত দিতে আগ্রহীদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এতে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। পরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ নিয়ে মোট দুজনের মৃত্যু হয়েছে।
বেলা সাড়ে তিনটা পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২৮ জন ভর্তি হয়েছেন। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানান, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী।