উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত নাজিয়ার মৃত্যু, ভাই এখনও লড়ছে মৃত্যুর সঙ্গে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাহিয়া তাবাসসুম নাজিয়া গভীর রাতে মারা গেছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তার ছোট ভাই নাফি।

নাজিয়া ও নাফি ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছানকাজি হাওলাদার বাড়ির অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আশরাফুল হোসেন নিরবের সন্তান। তারা উত্তরার কামারপাড়া এলাকায় বসবাস করতেন।

সোমবার দুপুরে দুর্ঘটনায় আহত হওয়ার পর নাজিয়া (১৩) ও তার ভাই ক্লাস ওয়ানের শিক্ষার্থী নাফি (৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে নাজিয়ার মৃত্যু হয় বলে জানিয়েছেন আশরাফুলের পারিবারিক বন্ধু আনোয়ার হোসেন।

তার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকে দক্ষিণ জয়নগরের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের জানানো মতে, দুর্ঘটনায় নাজিয়ার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মঙ্গলবার দুপুরের পর উত্তরার কামারপাড়া এলাকায় জানাজা শেষে নাজিয়াকে দাফন করা হয়।