চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে পজিটিভ ফল আসলে কেউ প্রার্থী হতে পারবেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পরীক্ষার ফলাফল জমা দিতে হবে।
শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তিনি বলেন, “তফসিলে ডোপ টেস্টের কথা উল্লেখ না থাকলেও মনোনয়নপত্রের সঙ্গে এর ফল জমা দিতে হবে। কোনো শিক্ষার্থী ওষুধ সেবনের কারণে টেস্টে পজিটিভ হলে সেটি বিবেচনায় নেওয়া হবে।”
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ডোপ টেস্টের ফলাফল গোপন রাখা হবে। কেবল প্রার্থী নিজেই তা জানতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পরীক্ষাটি করাতে হবে এবং এর জন্য ৩৭৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি হল সংসদের মনোনয়নপত্রের জন্য ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা দিতে হবে। সব মিলিয়ে একজন প্রার্থীর খরচ পড়বে ৫৫০ থেকে ৬৫০ টাকা। পরীক্ষা দেওয়ার এক ঘণ্টার মধ্যেই ফল জানিয়ে দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। খসড়া ভোটার তালিকায় নাম আছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষার্থীর। তালিকা প্রকাশ হবে আগামী সোমবার এবং ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র নেওয়া যাবে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর, জমা দেওয়া যাবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
৩৫ বছর পর হতে যাচ্ছে চাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন হয় ১৯৭০ সালে, সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। দীর্ঘদিন অচলাবস্থার পর নির্বাচনের তারিখ ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। ক্যাম্পাসজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু চাকসু নির্বাচন।