ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে বিকল হয়ে যায়। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম কিবরিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গেই ইঞ্জিন থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে।
তিনি বলেন, “ট্রেন চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ইঞ্জিন বিকল হয়ে পড়ে, ফলে স্টেশনের এক নম্বর লাইন ব্লক হয়ে যায়।”
তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানান তিনি।
এসআই কিবরিয়া আরও বলেন, “ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসার পর বিকল ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।”