ভোলায় স্ত্রী ও শিশু সন্তান হত্যায় স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

ভোলার চরফ্যাশন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য গৃহবধূ ও তার শিশু সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) হযরত আলী হিরণ।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া দুই আসামি হলেন— মাহাবুব আলম ওরফে মাফু এবং ইব্রাহিম। তারা উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের আফজাল গ্রামের মান্নান মাঝির ছেলে।

একই মামলায় মান্নান মাঝিও আসামি ছিলেন। তবে আদালত তাকে খালাস দেন।

এপিপি হিরণ জানান, ২০১৮ সালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে গৃহবধূ জাহানারা বেগম ও তার আট বছরের ছেলে আবিরকে হত্যা করেন মাহাবুব ও ইব্রাহিম।

পরে পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার দায় স্বীকার করেন।

মামলার ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দুই আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেন। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করার আদেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী কৌঁসুলি (এপিপি) হযরত আলী হিরণ
অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী ছিলেন ছিদ্দিক মাতাব্বর এবং মাঈনুল ইসলাম নাবিল সরমান