রূপসায় বাড়ির সামনে গুলি করে যুবককে হত্যা

খুলনার রূপসা উপজেলায় বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে এক যুবককে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইমরান হোসেন মানিক (৩৮)। তিনি বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, রাতে ভ্যানে করে ইলাইপুরের দিকে যাচ্ছিলেন মানিক। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ভ্যানের গতিরোধ করে খুব কাছ থেকে তার মুখমণ্ডল লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মাহফুজুর রহমান আরও জানান, নিহত মানিক স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।