যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় অবস্থিত একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দুর্ঘটনাটি স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টার আগে ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েক মাইল দূর থেকেও। স্থানীয় গণমাধ্যমের খবরে ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।
ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ নামের কারখানাটিতে এই বিস্ফোরণ ঘটে। বিমান থেকে তোলা ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি এবং কারখানার অবশিষ্টাংশ দেখা গেছে।
‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ সামরিক কাজে, মহাকাশ গবেষণায় ব্যবহারের জন্য কিংবা পরিত্যক্ত স্থাপনা ভাঙার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রীর বাজারের জন্য বিস্ফোরক তৈরি, উন্নয়ন ও মজুদ করে থাকে—এ তথ্যটি কারখানার ওয়েবসাইটে উল্লেখ আছে। কারখানার সদরদপ্তর টেনেসির বাস্কনর্টে ১৩০০ একর জায়গাজুড়ে অবস্থিত, যেখানে রয়েছে আটটি উৎপাদন ভবন ও একটি কোয়ালিটি ল্যাব।
একের পর এক বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি। টেনেসি নিউজপেপারের প্রাথমিক প্রতিবেদনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হওয়ার কথা জানানো হয়েছে।
তবে বিস্ফোরণে ঠিক কতজন নিহত ও নিখোঁজ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণও জানা যায়নি। কারখানাটিতে এখনও আগুন জ্বলছে কিনা বা আরও কোনো বিস্ফোরণের ঝুঁকি আছে কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি।
অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক বিশেষ এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।