জুলাই পদযাত্রার ভ্যানে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ এনসিপির

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আয়োজিত পদযাত্রার ভ্যানে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা–কর্মীরা।

এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান জানান, “জুলাই পদযাত্রার অংশ হিসেবে সাজানো ভ্যানে ডিজিটাল ডিসপ্লে বসানো হয়েছিল। রাত ১২টার কিছু আগে বাংলামোটরে দাঁড় করানো সেই ভ্যানে দুর্বৃত্তরা হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণে ভ্যানের ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের ভয় দেখাতেই এই হামলা করা হয়েছে।”

রাতের মিছিলটি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে বৃষ্টির মধ্যে বের হয়। শাহবাগ মেট্রোস্টেশনের নিচে সংক্ষিপ্ত সমাবেশে আদীব বলেন, “শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা এখন নিত্যদিনের বাস্তবতা। পুলিশও এসব হামলায় নিষ্ক্রিয়। বারবার ককটেল হামলা চালানো হচ্ছে আমাদের ওপর। যদি অভ্যুত্থান সরকার সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে জুলাই বিপ্লবী ফোর্স গঠন করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ থাকবে না।”

তিনি আরও বলেন, “২৩ জুনও রূপায়ণ টাওয়ারের সামনে আমাদের কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থ প্রমাণিত হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো দ্রুত সংস্কার করতে হবে।”

বিক্ষোভে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, নিজাম উদ্দিন, আতাউল্লাহ, এসএম শাহরিয়ার এবং খান মুহাম্মদ মুরসালীনসহ অন্যান্য নেতারা।