কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেছেন বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এক্সিলারেট হোপ হসপিটাল ঘুরে দেখেন।
পরিদর্শনকালে হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন এবং কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ সাংবাদিকদের তার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে পিটার হাসের এটা দ্বিতীয়বার মহেশখালী সফর।
সফরকালে তিনি এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ উদ্যোগে পরিচালিত হাসপাতাল ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এসময় হোপ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।